উদয় হতে দেও মোরে,
                        ওহে পূর্ণজীবন।  
সকল দুঃখ ঘুচাই যেন সবার;
                         শক্তি দেও নিবারণ।।