আমি জলের পুত্র
দহনকালে জ্বলি না,
আমি মাটির সিন্ধু
শেষ প্রশ্ন মানি না।
কালবেলায় যখন জোৎস্নাজ্বলে
গল্পে আমার ঢেউ গো তোলে।
ও মন নিতী
অন্ধকারে ডুবে রয়
ওই শহরে
নীরব মৃত্যু কড়া নাড়ায়।
বিষাদের পাঁজরে ত্রিনয়নে জল খুজি না
আমি জলের পুত্র
দহনকালে জ্বলি না।