আষাঢ়ে বেঁধেছি মেঘ গুড়ি গুড়ি জলে।
গ্রীষ্মের তৃষ্ণায় উষ্ণ ফেনা ভাতে
মন ভাষির অব্যক্ত বরষায়
বিচ্ছেদ করেছি আষাঢ় কে।
আর কতদিন শিকলে রাখব
ফুলে ওঠা অভিমানী মেঘগুলোকে।
দরজায় কড়া নাড়ে শ্রাবণ
এলো বলে,
কুঠুরিতে বসে,ঢং ধরে সেজে
কালো মেঘ খেয়ালীপনায়,
দুখীরামের কানে কানে বলে,
নিষিদ্ধ আষাঢ়-বাদল ধারা
আর কতদিন চলবে!
প্রিয় ফুলে যে জল দিতে হবে।
বাঁধ কি আর মানে প্রেম,
অভিমানী বাঁধ ভেঙ্গে কেঁদে ওঠে
শ্রাবণ বর্ষার আকাশ।