কপালে কে জানি উদিত
সূর্যটাই বসিয়ে দিয়েছে
যেন উজ্জ্বল নক্ষত্র।
তেপান্তর মধ্য চুলের দুই পারের
শুকনো সিথিতে
যেন কৃষ্ণচূড়া মুখ ফুটে বলে
আমৃত্যু আমি শুধু তোমার।
হিমালয়ের যেখানে নদী গড়ে
সাগরের বুকে আছড়ে পড়ে।
সে পুরো সাগর পর্যন্ত
নখ থেকে চূড়ায় যেখানে অন্ত।
দানাদার মাটি দিয়ে গড়া
অন্তরের পাউরূটি চাঁদটিও
দু’বাহু মেলিয়ে অন্তঃপুরে বলে
আমি শুধু তোমার।