শেষ বিকেলের প্রহরে
ভূমিকার আলাপন
তুমি ভীরু ভীরু পায়
জ্বলে নিভে জোনাকির মতন
আমি অগোছালো ছন্দে
তোমারি দ্বিধাদ্বন্দ্বে
তোমারি দ্বিধাদ্বন্দ্বে
তোমার চুলে গোজা
আমার হাতের রক্তজবা
পাবে কি শোভা,
বাক্সবন্দী ইচ্ছেগুলি
সারি সারি ইটে
বগলদাবা ভিটে
নাকি দীর্ঘশ্বাসের ফান্দে
আমি তোমারি দ্বিধাদ্বন্দ্বে
তোমারি দ্বিধাদ্বন্দ্বে
গড়িয়াছেন তিনি করে যতন
তোমারি মতন আমারি মতন
নাইবা তুমি আমি
কেউ না কেউ আছে
তোমারি মতন
তোমারি মতন
শেষ বিকেলের প্রহরে
ভূমিকার আলাপন
তুমি ভীরু ভীরু পায়
জ্বলে নিভে জোনাকির মতন
আমি অগোছালো ছন্দে
তোমারি দ্বিধাদ্বন্দ্বে
তোমারি দ্বিধাদ্বন্দ্বে......