আমার মনের বনে
         পরের বৃক্ষ
বীজ বুনিছে বীজতলায়
আমার আকাশ জুড়ে
         ঘুড়ি উড়ে
লাটাই হাতে কে উড়ায়
শোনে না বারণ
কারণ অকারণ
ঘুরে বসে ফিরে দেখে
শুধুই থাকে অন্তরায়।
আমি কাজের কাজী
ধরে সময় বাজী
গুনে রাখি গয়না
দিনে রাতের ভুবনমাঝি
তার তো প্রাণে সয়না।
নিজের ভেতর রেখে ভালো
খুঁজে বেড়াই চাঁদের আলো।
বেলা শেষে হিসেব কষে
তেজপাতারি গুনের জয়
শুধুই থাকে অন্তরায়।