নগরীর সিঁড়ি গায়ে লেগে থাকে
নগরী মৃত আলোর সত্তা নেই
শ্রীজ্ঞান নেই,
কম্পিত কামনার জীবন-আনন্দের দাস।
আলোতে অন্ধকারে ধূষর আকাশে
শুধুই তোমার শরীরের নরম মাংস।
বিজ্ঞানে রস নেই,কবিতায় বাস্তবতা নেই
শুধুই একটি চিত্রিত আয়নার প্রতিবিম্ব।
পান্ডুলিপিতে তোমার ঘৃণা অথচ
সর্বদাই গর্বিত,তোমাকে নিয়ে লেখা
কবিতা ঘিরে;
তোমার কামনার আঙ্গুল ফুলে ওঠে গর্বে।
সিঁড়ি বেয়ে উঠি আকাংক্ষাকে হাতে ধরে
পিপাসা পেছনে রেখে,
বাতাসের কানে কানে
হয়তোবা গোপনে
অন্ধকার গলিতে,ফুটপাতের ব্যস্ততায়
শব্দহীন,প্রাণহীন নিকঙ্কাল শরীর আঁকি।
মোহের গ্লানিতে মৃত্যুর নগরী
প্রেয়সীর হাসিতে কামনার কুড়ি
নাকি নগরীর চোখে কামনার সিঁড়ি।