সাগরের বুক চিড়ে
উঠে আসা মুঠো মাটিতে
সবুজের ঘেরা পথে
পায়ে রাঙ্গা দূর অতীতে
বিলুপ্ত নগরীর হাত ধরে
এসেছি আমি
হারিয়ে যাওয়া জনপদে
রাজার রাজার অস্ত্রের কাঁধে
আমি বাংলাদেশ
আমিই বাংলাদেশ
রাতের দ্বীপ নিভিয়ে বর্ন
এনেছি আমি
বেগম বাঁদীর আচল খোয়ানো
মায়াবীর দরিয়ার রক্ত স্লানে
আমি বাংলাদেশ
আমিই বাংলাদেশ
নানান জাতির রক্ত নিয়ে
এসেছি আমি
তাদেরি সাহসী রক্তদানে
সবার সমান সপ্নের টানে
আমি বাংলাদেশ
আমিই বাংলাদেশ
সবুজঘাসে সাগর ঘেসে
হৃদয়যন্ত্রের রক্ত খসে
পেরিয়ে এসেছি আমি
ছাড়িয়ে এসেছি আমি
আমি বাংলাদেশ
আমিই বাংলাদেশ
আমি বাংলাদেশ
আমিই বাংলাদেশ