আমি কতোবার
তোমায় আটকে রাখি
সিলিং সমান স্বপ্নে মাখি
এবার পাতায় পাতায় শব্দ জাগরণ
চাঁদের মাটি খোয়া গেছে
কাঁটাতারে শূন্যে ভাসে
তবে মুক্ত তোমার মন
বুঝবে আপনজন
কালবেলাতে বুঝবে তুমি
আমার প্রয়োজন
নিজের সাথে অস্ত্র কাঁধে
নিজের সাথেই লড়ি
নীলবাসে সবুজঘাষে
তোমার হৃদয় ভরি
টেবিল ঘেষে সাদাপাতায়
আপন জীবন গড়ি
এবার পাতায় পাতায় শব্দ জাগরণ
চাঁদের মাটি খোয়া গেছে
কাঁটাতারে শূন্যে ভাসে
তবে মুক্ত তোমার মন
বুঝবে আপনজন
কালবেলাতে বুঝবে তুমি
আমার প্রয়োজন
আমি কতোবার
তোমায় আটকে রাখি
সিলিং সমান স্বপ্নে মাখি
এবার পাতায় পাতায় শব্দ জাগরণ
তবে মুক্ত তোমার মন,তবে মুক্ত তোমার মন