যারে লয়ে ভাবি যে আমি, সে তো আমার নয়।
তবে কেন তাহার কারণে হৃদয়ে দহন হয়!!??
তারে লয়ে ভাবতে ভাবতে কাটছে সারাবেলা
বুঝি নিজের প্রতিই বারংবার করছি অবহেলা!
তোমারই আশা, তোমারই জীবন, তোমারই নিয়ম-কানুন??
আমার কি সেথা মিলবে গো ঠাই, আসবে কি মোর ফাগুন??
কতজনই তো শুধালো বাসনা, দিলো কতো অপবাদ;
তোমার পরে জীবন সঁপে আজ আমি বরবাদ
তোমারে লয়ে কত যে আশায়ে স্বপ্নে ঘর বাধি
তাই বুঝি আজ সুশীল সমাজ করেছে অপরাধী
চেয়েছি শুধু তোমার সঙ্গ, অন্তহীন ভালোবাসা
হয় কি গো তোমারও হৃদয়ে কাপন?? জানার বড়ো আশা!
আজো আমি পথ চেয়ে আছি, বিবেক হয়েছে বাধা,
বাসব ভালো এমনই করে, হয়ে তোমারই রাধা।