হে মানবেরা হিংসা বিদ্বেষ  যাও ভুলে,
কর চেষ্টা সবাই সবার মৈত্রী  হতে,
সবার মাঝেতে এই মৈত্রীত্বটা হলে,
হিংসা বিদ্বেষ  থাকিবেনা কারো মনেতে,
ধরি হাল তুলি পাল এই তরী চলে
আগাবে সামনে কথাটা রেখে মনেতে
চলবে সবাই ধরে, হাত রেখে হাতে
সব বাধা বিপত্তিকে পিছনেতে ফেলে।
                                (Octave)
দুর্গম দীর্ঘ পথ পেড়িয়ে  যেতে হবে,
এবার জয়ী করতে হবে দুর্জয়কে,
সংগ্রামী হয়ে জীবনকে জয়ী করবে,
মুছে ফেলে সব পরাজয়ের গ্লানিকে,
সংগ্রামী  হয়ে সামনে আগাতেই হবে,
তাহলেই করবে জয়ী এই বিশ্বকে।।
                                  ( Sestet)

মিল বিন্যাস : কখকখকখখক গঘগঘগঘ




কবিতাটি লেখা ০৩/০৭/২০০৮ সালে যখন আমি নবম শ্রেনিতে পড়ি।