শুনেছি কাহিনী কত লোকের মুখেতে,
ইতিহাস পড়ি বহু সুযোগ পাইলে,
মাও আমায় বলতো কাঁদিতে কাঁদিতে,
কত ভাইয়েরা তোর গেছে ছেড়ে চলে।
তাইতো তাদের স্মরি যে ফেব্রুয়ারিতে,
বুঝতাম না তখন মা এটা কি বলে,
কত সংগ্রাম বলবে কথা প্রান খুলে,
পারেনি তারা দিয়েছে, মোদের বলতে।
(Octave)
বুঝেছি এখন মা কি বলতো আমাকে,
শ্রদ্ধা করবে তাদের মাথা নিচু করে,
তারা যে দিয়েছে প্রাণ ফিরিয়ে তোমাকে,
রক্ষা করেছিল তারা মাতৃভাষাটারে,
ভাষা যে প্রাণ ভাবতো তারা প্রতিক্ষণে
তাইতো তারা অমর ইতিহাস পাণে।
(Sestet)
মিলবিন্যাস :কখকখকখখক ঘঙঘঙচচ
এই কবিতাটি ২৪ জানুয়ারি ২০১১ সালে দ্বাদশ শ্রেনিতে পড়ার সময় লেখা।