আজি অম্বরে অম্বুদ ধরিল গর্জন,
শান্ত সমীরন বহে তৃপ্ত করে হৃদ,
নামিবে বর্ষা যখন ভেদিয়া গগন,
নাচি উঠি মন বর্হী গভীর আহ্লাদে,
ভিজিবো বাদলে ভেবে জাগি শিহরন
যাব বিলে যবে শূন্যে ভাসিবে নীরদ,
মম মনোরথ হয় তুলি কোকনদ,
ভিজায়ে গা হই শান্ত মুক্ত আসমানে।
( অষ্টক)
ভিজি বর্ষায় প্রিয়ার মুখ আসি ভেসে,
ব্যাথা উঠিবে জাগিয়া, মনে পড়ে তারে,
সিক্ত শরীরে যখন ফিরিবো আবাসে,
দুদিকে নামিবে তবে বর্ষন অঝোরে,
টিনের চালে শ্রাবন ধারা ঝুমঝুম
বিষাদ থামিবে তবে প্রশান্তির ঘুমে।।
(ষষ্টক)
মিলবিন্যাস : (৮+৬) মাত্রা
কখকখকখখক ঘঙঘঙচচ