বায়ান্ন সালের আত্মত্যাগের স্মরনে!
একুশে ফেব্রুয়ারি  ব্যাথা দেয় সবারে,
ভাষা আন্দোলন মাতৃভাষার কারনে,
এ ত্যাগের কথা,কেউকি ভুলিতে পারে।
করেছে কত প্রতিবাদ কত কারনে,
দেয়নি তবুও মর্যাদা  মাতৃভাষারে,
দিয়েছি ভাষা সংগ্রামে বুকের রক্তরে
মোদের এ মাতৃভাষা বাংলার কারনে।
                               ( Octave)
যদি কিছু পেতে হয়, হবে কিছু দিতে,
তাই ভাইয়েরা মোর দিয়েছে প্রানকে
অবশেষে হয়েছে বাধ্য মোদের দিতে,
পেয়েছি মোরা মাতৃভাষা  রুপে বাংলাকে,
তাইতো পাড়ছি প্রান খুলিয়া বলিতে,
নিজের মত করে কথা,নিজ আঙ্গিকে।।
                                (Sestet)

মিল বিন্যাস: (কখকখকখখক) (গঘগঘগঘ)



কবিতাটি লেখা ০৭/০২/২০০৯ সালে যখন আমি দশম শ্রেনিতে পড়ি।