কি হেতু, হে সখি তুমি ভালোবাস মোরে,
বলি কান্তা কও কথা এই উপবনে,
ফুটে পুষ্প, কলি, ঘ্রাণ মাখি সমীরণে
মম চিত্ত সদা মত্ত শুধু ভাবে তোরে,
মম হৃদে নাচে কেকী শুনি পিক সুরে,
চাহি ঈক্ষণে হইব শুচি বহ্নি স্নানে,
তব অধরে বাঁধিছে  বাসা দেব মদনে,
ঘন অসিত অলক মুগ্ধ করে মোরে।
                                   (Octave)
মন অভিলাষ! এক কৌমুদী নিশিতে,
তুলিব কুমুদ দুয়ে, ছোট্ট ডিঙ্গি নায়ে,
ফুটিবে যখন হাসি  মিষ্টি কপোলেতে,
পুলকিত হই তবে তোমা পানে চেয়ে,
ইন্দু সম আস্য যেন বাঁধে ইন্দ্রজালে,
বেঁধো  মোরে চিরকাল তব প্রেমজালে।।
                                  (Sestet)

মিলবিন্যাস : (৮ + ৬ মাত্রা)
কখখককখখক ঘঙঘঙচচ

কবিতাটি ২০২০ সালের ৯ই সেপ্টেম্বর লেখা