হে নবীন তোমাদের, জাগতেই হবে
তোমারা করবে জয়ী, সকল কিছুকে
মুক্ত করবে সবারে, ঐ শৃঙ্খল থেকে,
দুর্জয়ে জয়ী করবে, প্রতিবাদী হবে।
নবজয়ের শ্লোগানে,উদ্ভূত যে হবে,
মুক্ত করবে মোদের, সব গ্লানি থেকে,
মিথ্যের নাগপাশকে,ভাঙ্গিবে আজকে
তবেই নিখিল বিশ্বে, জয় লাভ হবে।
অষ্টক (Octave)
ঐ চরণ চিহ্নহীন, দুর্গম পথেতে,
আজ পাড়ি দিতে হচ্ছে, মোদের সবারে
যেথা কাঁদিবে মানব, তোমাদের দেখে,
সেখানে গিয়ে দাঁড়াবে,তাদের পাশেতে,
মানবতার সেবায়, বিশ্ব জয় করে,
অমরত্ব পাবে বিশ্বে , পদচিহ্ন রেখে।
ষষ্টক (Sestet)
মিলবিন্যাস:বে কে কে বে বে কে কে বে(কখখক কখখক)
তে রে খে তে রে খে ( ঘঙচ ঘঙচ)
কবিতাটি লেখা ২৮/০৭/২০০৮ সালে যখন আমি নবম শ্রেনিতে পড়ি।