জানো কে তুমি-
প্রভাতের রক্তিম সূর্য তুমি,
মধ্যদুপুরের ছায়া তুমি,
শেষ বিকেলের মায়া তুমি,
গোধুলী লগ্নের অপরূপ দৃশ্য তুমি,
মধ্যরাতের স্বপ্ন তুমি।
গ্রীষ্মের তাপদাহে একটু শীতল স্পর্শ তুমি,
বৈশাখের আগমনি বার্তা তুমি
জৈষ্ঠ্যের সকল মিষ্টতায় তুমি।।
আষাঢ়ের অলস সময়ে তুমি
গৃহিনীর সকল নকশাতে তুমি,
নীল আকাশের শুভ্র মেঘ তুমি,
নদীর ঢেউ এ তুমি,
পাখির কল কাকলিতে তুমি।
বাদল দিনের বর্ষা তুমি,
শ্রাবন ধারার প্রতিটি বিন্দু তুমি,
প্রেমিকার প্রেমে তুমি,
প্রেমিকের আবেগ ও স্পর্শে তুমি।
পদ্ম পাতার জল তুমি,
কাশফুলের শুভ্রতায় তুমি,
মুগ্ধতা ছড়ানো কদমের সৌন্দর্য তুমি,
পূর্ণিমার চাঁদ তুমি,
জ্যোৎস্না রাতের তারা তুমি,
চাঁদের মিষ্টি হাসি তুমি
জোনাকির আলো তুমি,
শরতের সকল শুভ্রতায়ই তুমি।
হেমন্তের হলুদ উৎসবে তুমি,
সোনালি ফসলের মাঠ তুমি,
গন্ধরাজের সুগন্ধ তুমি,
শিউলি ফুলের মালা তুমি,
আমার প্রিয় মল্লিকা আর কামিনী তুমি,
দীপাবলির দিপ্তি তুমি,
নবান্নে মাতোয়ার হাসি তুমি।।
শীতের সকল সিক্ততায় তুমি
গায়ের চাদের জড়ানো ভালোবাসায় তুমি,
কুয়াশা ভরা সকাল তুমি,
শিশিরে ভেজা ঘাস তুমি
শিল্পির আঁকা ক্যানভাসে তুমি,
রং তুলির প্রতিটি রঙে তুমি,
পৌষপার্বণ আর পৌষালী তুমি,
মাঘের হিমেল হাওয়ায় তীব্র কাঁপুনি তুমি।।
বসন্ত কোকিলের মিষ্টি সুর তুমি,
ফাল্গুনের ফাগুন হাওয়া তুমি,
কৃষ্ণচূড়া ফুল তুমি,
ঝিঝি পোকার ডাক তুমি,
আবার তুমিই কৃষকের মুখে হাসি ফুটানো
চৈত্র মাসের চৈতালি।
তুমি আরো কি তা জানো?
আমার হৃদয়ে তুমি,চেতনায় তুমি, স্মৃতিতে তুমি,
বেদনায় তুমি, হাসিতে তুমি,
আবেগে তুমি, ভালোবাসায় তুমি,
প্রশ্বাসে তুমি, বিশ্বাসে তুৃমি,
আমার সকল সৃষ্টিতে তুমি,
আবার সকল বিনাশেও হবে তুমি,
আমার সকল কবিতায় তুমি,
আমার সর্বক্ষণের সঙ্গী তুমি,
শুধু তুমি তুমি আর তুৃমি,
আমার যাহা আছে তাহাই তুমি।।