যদি বলো কেন ভালোবাসি?
হয়তো বলতো পারবো না,
শুধু জানি আমি তোমায় ভালোবাসি,
হয়তো সবার মতো নয়,
ভালোবাসি আমি আমার মতো,
কতোটা তাও হয়তো জানি না,
তবে ভালোবাসি তোমায় অফুরন্ত।
যদি বলো ভালোবাসি কি আশায়?
বলবো, ভালোবাসি তোমায় শত জনমের আশায়।
যদি বলো ভালোবাসি কোন নেশায়?
জানি না ভালোবেসেছি কোন নেশায়,
তবে এখন আমার নেশা শুধু তোমায় ভালোবাসা।।
যদি বলো বুঝাতে হবে,তোমায় কতো ভালোবাসি?
দেখাতে হবে কতো ভালোবাসি?
নাকি ভালোবাসার প্রমান দিতে হবে?
নাগো এগুলো আমি কিছুই পারবো না,
তাহলে বলবে ভালোবাসি না, বলতেই পারো,
যদি বোঝাতেই পারি কতটা ভালোবাসি
যদি দেখাতেই পারি কতটা ভালোবাসি,
তবে তা কেমন ভালোবাসা,
সে ভালোবাসা হবে সীমাবদ্ধ,
তা শেষও হয়ে যায় যত্রতত্র।
আর আমি, ভালোবাসি তোমায়
সীমাহীন, অনন্ত, নিঃশেষ ও নিঃস্বার্থ।।
ভালোবাসি তোমায় অনন্ত,
ভালোবাসা হতে পারে না কখন ক্লান্ত
যদি বলো ভালোবাসি,
দিতে পারি অফুরন্ত,
ভালোবেসে অপেক্ষা হউক না দীর্ঘ,
তবুও ভালোবাসর অনুভূতি কখন হবেনা শান্ত।
নয় কিছুক্ষণ, নয় কিছুকাল, নয় কিছুবছর,
ভালোবাসবো তোমায় অনন্ত, অসীম চিরকাল।।
কবিতাটি ২০২০ সালের ৫ই সেপ্টেম্বর লেখা হয়েছে।