চোখে পড়বে না তোমার
আমার লেখা কবিতাগুলো
তবুও লিখে গেলাম উজার
করে তোমারই নামে ...
কোন দিন বলবো না আর
কণ্ঠস্বরের আসক্ত ছিলাম
শক্তি ফিরে পেতাম তোমার
দেওয়া ক্ষুদে বার্তাগুলোতে
এক পলক দৃষ্টির অপেক্ষায়
থাকবো না আর এই আমি
অদৃশ্য অনুভূতিটাকে আঁকড়ে
বেঁচে থাকতে চাইবো না আর
মনের ভুলেও কথা দিলাম
বলবো না আর কোন দিন
তোমায় ভালোবাসি ...
শুধু তোমায় ভালোবাসি ।।