আর কষ্ট দিও না
বেঈমানের ক্ষমা হয়না!
এইভাবে বল্লে!
পছন্দ হয়নি বুঝি?
তুমি আর তুমি নেই!
থাকতে আর দিলে কই!
আগে তো এমন ছিলেনা!
বড্ড বোকা ছিলাম!
তাই তো ধোকা খেলাম!
আর নিতে পারছিনা!
সেদিন আমিও পারিনি!
প্রতিশোধ নিচ্ছ বুঝি?
একদমি না!
আমি কি এরি যোগ্য?
নিজেকে প্রশ্ন করো!
এত পরিবর্তন কেন হলে?
তুমি তো শিখালে!
মনে হয় গর্জে উঠা দাবানল!
থেমে থাকা চোখের জল!
ভালোই বলেছো!
আগে তো চুপচাপ থাকতে!
তা তোমার পছন্দ ছিলো না!
আমি চাইনি এ পরিবর্তন!
কিছু যায় আসেনা!
একা চলতে পারো?
দিব্বি তো চলছি!
আগে তো পারতে না!
শিখে গেছি প্রিয়!
আজ নিজেকে মুক্ত লাগে পাখির মত!
নিশ্বাস নিতে পারি খোলা আকাশে ইচ্ছেমত!
আজ আর ভয় নেই তোমাকে হারাবার!
আজো তোমারি আছি!
তুমি তো কখনো আমার ছিলেই না!
আমি যে আজ বড্ড একা!
আর দেবো না দেখা!
এত নিষ্টুর হইয়ো না!
তোমার থেকেই শিখা!
একি তবে শেষ?
শেষ তো অনেক আগেই করে দিয়েছি!
ক্ষমা করবেনা?
বেঈমানের ক্ষমা যে হয়না!