নাম কি তোর? কাগজ টোকাই
এটা কি নাম? সবাই শুধায়।
বেঁচিস কত? মালিক যা দেয়
তাতে হয়? চলতে তো হয়
খেয়েছিস কিছু? পাইনি কিছু ।
চল খাবি ? চাই না করুণা
করুণা যে নয় তাইলে চলেন না!
বল কি খাবি? যা দেবেন
চল তাড়াতাড়ি আস্তে চলেন ।
অতঃপর টোকাই ছেলেটিকে নিয়ে আসে এক দোকানে। একসাথে খেতে খেতে ছেলেটিকে বলে,,
মা কই তোর? দূর আকাশে
একলা থাকিস? ছোট বোন যে আছে ।
বাবা কি নাই? ফেলে গেছে
কেন বলতে পারিস? আর একটা বউ আছে
বোন কি করে? পড়ালেখা করায়
কেমনে পারিস? আল্লাহর দয়ায় ।
তুই পড়িস না? টাকাই যে হয় না ।
আসল নাম কি তোর? কাগজ টোকাই
আর কিছু নাই? সবাই এটাই শুধায় ।