মানুষের জীবন কেন এত রহস্যময়?
সবাই একটু সুখ চায়,তবু সবাই সুখী হবার নয়।
কেউ কেউ নিজেই নিজের জীবন করে হতাশায় ক্ষয়,
কেউবা আবার বুকে বেঁধে আশা, ধৈর্য ধরে রয়।
মানুষের চাওয়া পাওয়া কেন বৈচিত্র্যময়?
মানুষ যা চায় তা কেন পাবার নয়?
না পাওয়ার বেদনা কেন ক্ষণস্থায়ী হয়?
পেয়ে হারানোর বেদনা কেন সারাজীবন রয়!
সুখটাকে খুঁজতে গিয়ে দুঃখের সাথে যুদ্ধ,
চার দেয়ালে বন্ধি মানুষ,ভালোবাসাহীনতায় আবদ্ধ।
সুখের আশা করে, মানুষের বয়স যায় বেড়ে,
সুখটা যখন দেয় ধরা,চাহিদা যায় মরে!
তবুও কেন মানুষ, আশায় বাঁধে বুক?
একটু যদি ভাগ্যে থাকে,অধরা সেই সুখ!