বহু দিন পরে,
সেই পুরনো শহর পুরনো সব রাস্তার গলির মোর,
কিছু নিস্তব্ধ নীরবতা আর কিছু তুমুল অভিমানের বিষন্নতা।
তোমায় নিয়ে দেখা যতো স্বপ্ন পূর্ণতা পাওয়া থেকে হয়েছে লাঞ্চিত।
বহু দিন পরে,
যদি কোনো এক রাস্তার মোড়ে কিংবা খুব পরিচিত যায়গায় যদি হঠাৎ দেখা হয়।
সেদিন হয়তো একই শহরে থাকবো,
খুব কাছাকাছি থাকবো বাট তোমার আমার মাঝে থাকবে দুরত্বের পিছুটান।
বহু দিন পরে,
তোমার সাথে কাটানো সুন্দর মূহুর্তেগুলো রয়ে যাবে মনের অগোচরে।
বহু দিন পরে,
ভুলতে চেয়েও যাবে কি কখনো ভুলে যাওয়া পুরনো স্মৃতিগুলো যাবে কি মুছে ফেলা?