ভালোবাসার পথ চলা
__মিজানুর রহমান আরিয়ান
কত মানুষ তো কবিতা পড়ে
কবিকে মনের অজান্তেই ভালোবেসে গেল।
তবে যে কবিতা জুড়ে শুধুই তুমি ছিলে,
তা কি কখনো দেখেছো?
অথচ তুমি, সেই শব্দগুলো কি শোনো,
যে শব্দে লেখা ছিল 'ভালোবাসি'?
একবারও কি শুনেছো সেগুলো
যেখানে আমার হৃদয় কেঁপে উঠেছিল?
মুসাফির হয়ে,
দূর দূরান্তে, তৃষ্ণার্ত হৃদয়ে,
হেঁটে চলেছি, ছুটে চলেছি,
গরম সাহারার মরু পেরিয়ে
শীতল সাইবেরিয়ার পথে,
যেখানে এক সবুজ বৃক্ষের বুক চিরে
আমার হৃদপিণ্ড ঝুলানো ছিল,
প্রতিনিয়ত স্পন্দিত হচ্ছিল—
ভালোবাসি, ভালোবাসি।
নিঃশব্দ রাতে,
নক্ষত্রের ডানা ঝরেছে
তবে তুমি সে সব শুনতে পাবে না,
দূর আকাশে হারিয়ে গেলো আমার দীর্ঘশ্বাস।
এই অসীম পথে,
হেঁটে আসার একমাত্র উদ্দেশ্য ছিল—
একবার তোমাকে বলার জন্য,
"ভালোবাসি,"
এটাই ছিল আমার একমাত্র লক্ষ্য,
যাতে তোমার কানে পৌঁছে যায় সেই শব্দটি।
একটি সন্ধ্যা,
একটি বিকেল,
একটি রাত,
যেখানে তোমার চোখে দেখব নক্ষত্রের আলো,
একটি অমলিন ভালোবাসার সঙ্গী হয়ে।
জোনাকির আলোতে,
নিদ্রাহীন রাতে,
প্রতি শব্দে ছড়িয়ে যাবে ভালোবাসার গন্ধ,
স্বপ্নেরা ঘুম ভেঙে উঠে,
জোসনারা বিলাস ছড়াবে।