প্রথম দেখা
মিজানুর রহমান আরিয়ান
তোমাকে দেখার পর এখন আমার ভীষন একা লাগে।
সেই কবে বহুকাল আগে একবার আমাদের দেখা হয়েছিল,
তুমি এসেছিলে নীল শাড়ি পড়ে কপালে একই কালারের টিপ
হাতে রেশমি চুড়ি খোঁপায় শিউলি -বেলি।
তোমার শাড়ির আঁচলের স্পর্শে যেন ছাদ বাগানে নয়ন তারা ফুলের সুবাস ঘটে ;
চোখের চাহনিতে নক্ষত্র লজ্জায় মুখ লুকায়
যার স্নিগ্ধ হাসিতে আমার হৃদপিন্ডে সৃষ্টি হয় ভূমিকম্প।
আহা কি অপরূপ স্নিগ্ধ তুমি!
তোমাকে দেখার পর আমার হৃদয় চৌত্র দহন থেকে যেন বসন্তের আগমন
হৃদপিন্ডের শিরা উপশিরায় প্রতিটি ধ্বনিতে বোঝাচ্ছিল কতটা চাই তোমায়।
হঠাৎ শত মানুষের ভিড়ে হারিয়ে গেলে অতি সহজেই
তারপর এবং তারপর আমাদের কখনই দেখা হয়নি।
বহু রাত ঘুমায়নি মস্তিষ্কে তুমি নামের তীব্র যন্ত্রণায়।
তোমায় খুজেছি বহু পথ বহু কাল ধরে পৃথিবীর পথে পথে
খুঁজেছি শত মানুষের অনুভূতির আড়ালে কিংবা প্রেয়সীদের নিয়ে লেখা অসংখ্য কবিতার মাঝে।