পাথর হৃদয়
____মিজানুর রহমান আরিয়ান
আমি দুরন্ত গতিতে পথ হাঁটছি,
একটা পিপীলিকার মতো জীবন আমার,
সমস্ত পিপাসা আমাকে ঘিরে ধরেছে,
আমি ক্লান্ত এই জীবন-মঞ্চে।
কোনো দিন প্রেমের জটিল সমীকরণ বুঝিনি,
অজস্র মানুষের ভিড়ে ঘুরে বেড়াই,
একাকী নিঃসঙ্গ হৃদয়ে;
ক্ষুধা পেলে এক বাটি দুঃখ খেয়ে বেঁচে থাকি।
ডানা গজালে সুখে আকাশে উড়ি,
দিনশেষে নিজের দেহকে ঝলসে দিই আগুনের লগ্নে;
আমি মরীচিকার মতো বিভোর,
সবুজ বৃক্ষের যাযাবর পাখি,
কখনো কারও হৃদয়ের ভূমিতে
আমাকে আজীবন থাকতে দিইনি।
আমি তো রৌদ্রের তাপে পুড়ে যাওয়া
একটা মৃত কাকতাড়ুয়া,
আজীবন পাথরের মধ্যে থেকেছি,
কেউ কোনোদিন জিজ্ঞেস করেনি—
"কেমন আছি? কোথায় আছি?"
তবু কেউ জানতে পারেনি,
এই হৃদয়েও একদিন
একটা ছোট্ট স্পন্দন ছিল।
সময়ের ঝড় এসে আঘাত হানে,
তবু আমি দাঁড়িয়ে থাকি
নির্বাক প্রতিমার মতো__
আমার ভেতরেও তো
একটি কোমল হৃদয় ছিল—
কখনো কেউ জানেনি,
কখনো কেউ বোঝেনি,
কখনো কেউ ভালোবাসেনি।
তাই আজও আমি দাঁড়িয়ে আছি—
নিঃসঙ্গ, নীরব, পাথর-হৃদয় হয়ে,
একটা মৃত কাকতাড়ুয়ার মতো,
যে শুধুই দেখেছে,
কিন্তু কখনো কিছুই পায়নি...
শুধু আশা আছে, হয়তো
কোনো একদিন কেউ এসে ছুঁয়ে দেবে,
পাথর ভেঙে হৃদয় গড়বে।