অপেক্ষার শেষে

           __মিজানুর রহমান আরিয়ান

— কতদিন এভাবে কাটবে?
— যতদিন না বেদনার সমুদ্র শুকিয়ে যায়।

— আকাশে তো আজও কালো মেঘ!
— হ্যাঁ, কিন্তু একদিন রোদ ফিরবেই।

— ভালোবাসার ফুলগুলো কেন এভাবে নেতিয়ে পড়ছে?
— কারণ বসন্ত আসছে না, কেবলই বিদায় নিচ্ছে।


— কতটা দুঃখ পেলে মানুষ ক্লান্ত হয়?
— যখন অশ্রুর সমুদ্রেও ভাসতে ইচ্ছে করে না।

— তবে কি ভালোবাসা একদিন নিভে যাবে?
— না, নিভে যাবে অপেক্ষার দীপশিখা, ভালোবাসা নয়।

— তাহলে শেষ কোথায়?
— যেখানে নতুন সকাল শুরু হয়।