অচেনা সন্ধ্যা
___মিজানুর রহমান আরিয়ান

বিষাদ এল নিঃশব্দে,
আমি টের পাইনি তার স্পর্শ,
শুধু অনুভব করেছি—
একটু ক্লান্তি, একটু নিঃশ্বাসের ভার।

আকাশটা কবে যেন মেঘে ঢেকেছে,
সূর্যের আলো নিভে গেছে ধীরে,
আমি ভেবেছি—
সময়ের সাথে আসে এমনই সন্ধ্যা।

তারপর একদিন দেখি—
অচেনা এক শূন্যতা গাছের পাতায়,
একটা গুঞ্জন থেমে গেছে চুপচাপ,
একটা পথ বেঁকে গেছে
অন্য কোথাও, অন্য কোন ডাকে।