নিঃশব্দ কান্না
মিজানুর রহমান আরিয়ান
মিথ্যা প্রতিশ্রুতির জালে তুমি আমায় জরিয়ে
প্রতিদিন বলো ভালোবাসি ,
তখন চোখের গভীরে নিজেকে শূন্যতা
অনুভব করি ।
তৃষ্ণার্ত হৃদয়ের আত্মচিৎকার অব্যক্ত ব্যথাগুলো তোমার স্মৃতি
অতঃপর গোধূলি লগ্নে তোমার নির্মল হাওয়া মেখে শূন্য আকাশ ,
মধ্যরাতের নিস্তব্ধতায় আলোর খোঁজে ভেসে বেড়ায় অজানায়__
রাতগুলো কেবলই তোমাকে ছোঁয়ায় বাহানা জমায় ;
যৌনতা প্রীতি নয় হৃদয়ের স্পর্শ ভেবে__
তৃষ্ণার্ত মননে খুঁজে ফেরে এক ফোটা ভালোবাসা
তুমি নেই কোথাও ,এক আকাশ দুঃখ আর চাঁদ ছাড়া__
বুক পাঁজরের দীর্ঘ নিঃশ্বাসে জীবনকে খুঁজে ফেরার চেষ্টা __
অপ্রাপ্তির স্রোতে উড়ে যায় নির্জনতায় জমা স্বপ্নগুলো_
নদীর মতো চোখের অশ্রু বহমান এখন
অতঃপর নিঃশব্দ কান্না সুরে দূরের আকাশে কেবল স্মৃতিরা জাগ্রত ।
রৌদ্রে পোড়া তপ্ত ঘাসের মত জলন্ত হৃদয়ে, শিশিরের স্পর্শে প্রশান্তির আবাস;