চব্বিশের রক্তাক্ত নদী
মিজানুর রহমান আরিয়ান
শুনেছি আমি একাত্তরে হয়েছি
নাকি রক্ত বর্ষা তবু কেন
স্বাধীনতার ৫৪ বছর পরেও
আমি এখনো খুঁজছি এ বাংলায় স্বাধীনতা ?
আমি একা নই জাতির কাছে প্রশ্ন করেছে
চেতনাফেরা এ বাংলার তরুণ জনতা।
বুকে জমা স্বপ্ন নিয়ে যারা নেমেছিল
বাংলার পথে নতুন রক্তিম সূর্যের খোঁজে
বিনিময়ে ,অশ্রু ঝরলো কত কত
প্রাণ গেল শত শত
হারালাম বোন কিংবা সজন
মায়ের চোখে অশ্রু তখন আপন ।
তবু রক্ত দিব রাজপথ হবে দ্বিগুণ সাহসী তরুণদের বুকে জ্বলে উঠেছে স্বাধীনতার তীব্র আগুন।
স্বৈরাচারের আঘাতে এক নিঃশব্দ
রক্তধারা বাংলার আকাশ
মৃত মানুষের ঘ্রাণ জমা রেখেছে এই বাংলার বাতাস ।
আচ্ছা স্বাধীনতা চেয়েছিলাম বলেই কি ?
ঘনকৃষ্ণ কুৎসিত কালো মেঘ এসে বুকে জমে
স্বাধীনতা চেয়েছিলাম বলেই কি ?
মুক্তির পথে প্রত্যাশায় মৃত্যু তখন আপন !
পরাধীনতার কালো অন্ধকার থেকে উঠালো যারা রক্তিম সূর্য
৫২ তে যারা দিল প্রাণ দেখেনি আমি দেখিনি তাদের গাওয়া গান
দেখেছি আমি ২৪ শের এর আবু সাঈদ ফয়সাল ও ফারুকের প্রাণ ।
আকাশ রেখার সীমানা জুড়ে ,
আজ মানবতার চিৎকার ।
অন্ধকার মুছতে গিয়ে মৃত্যু
আর শূন্যতার হাহাকার।
দুর্নীতিকে বলি দিতে নগরীর
পথে পথে তরুণদের শত রক্ত মিছিল ।
রক্তিম সূর্যের খোঁজে পৃথিবী থেকে
অবেলায় ঝরেছিল যেসব অজস্র পুষ্পরেনু
দেখিনি আমি দেখিনি একাত্তরের
ওই সব ঝরা পুষ্প রেনু ।
দেখেছি আমি চব্বিশের শিরায় শিরায়
তরুণদের গর্জে ওঠা রক্ত ফেনা
অনুভূতি গুলোই বড্ড ক্লান্ত আজ
যখন দেখি এদেশের মা বোনেদের উপর
অত্যাচার জুলুম আঘাত ;
ন্যায্য চাইলে যে দেশে হয় অপরাধী
তাই ইতিহাসের পুনরাবৃত্তি করে
ওরা বাংলা কে করেছে চব্বিশের রক্তাক্ত নদী ।