ঝরা ফুলের কথা
___মিজানুর রহমান আরিয়ান
— তুমি শিমুল ফুল হইও?
— কেন?
— লাল হয়ে ফুটবে গাছের ডালে,
আমি নিচে দাঁড়িয়ে তাকিয়ে থাকবো।
— আর যদি ঝরে পড়ি?
— তাহলে হাতে নেবো,
আঙুলের ফাঁকে ধরে রাখবো একটুক্ষণ।
— তারপর?
— বাতাস এসে নিয়ে গেলে,
আমি চেয়ে দেখবো তোমার উড়ে যাওয়া।
— তাতে কি মন খারাপ হবে?
— জানি না… হয়তো হবে,
হয়তো তোমার রঙে আমার হৃদয় ভিজবে।
— আমি যদি না ফুটতেই শুকিয়ে যাই?
— তবু আমি অপেক্ষা করবো,
যদি আবার বসন্ত আসে!