হৃদয়ের মন্থন
মিজানুর রহমান আরিয়ান
শূন্য হৃদয়ে চেয়ে থাকি,
অভিমান শেষে আগলে রাখি।
স্মৃতি হত্যার বৃথা প্রচেষ্টায়,
প্রতিশ্রুতি নিমিষেই ভেঙ্গে যায়।
চোখের জলে প্রেসিদের ক্রান্দনে,
এখন ক্ষয় ধরেছে হৃদয়ের মন্দনে।
তবু একরাশ তাচ্ছিল্যর হাসি হেসে,
নিভে যায় হৃদয়ের বাতি শেষে।