দীর্ঘশ্বাসের অভিযোগ
মিজানুর রহমান আরিয়ান
এক রক্তিম শ্রাবণের ক্লান্তি লগ্নে নিঃশব্দে শুভ্র মেঘগুলো এক বিরহের গান গায়,
বুক জুড়ে তখন দহনে একতরফা জ্বলন্ত অগ্নিশিখা নামে।
দীর্ঘশ্বাসে জমে থাকা বিষাদ গুলো ঝরে পড়ে শিশিরের মতো ঘাসের বুকে; মিশে যায় আর্তনাদের আওয়াজ।
অতীত গুলো মুছে যায় নতুন বসন্ত আগমনে কিংবা চোখের ঝরনার অপূর্ব শব্দ গুঞ্জনে।
কুয়াশা আড়াল হয়ে আবার প্রেম জাগ্রত হয় ঝড়া শিউলির মৃত ঘ্রাণে___
মিথ্যার আধার দিয়ে চাঁদও কলঙ্ক ঢাকে ;
শূন্যতায় ভরে ওঠে পৃথিবীর অজস্র প্রেয়সীদের হৃদয় দীর্ঘশ্বাসের অভিযোগগুলো জমা থাকে ওই কালো মেঘে,
তখন বৈশাখী প্রলয় ঝড় থামে তোমার স্নিগ্ধ স্পর্শে ধূসর বিবর্ণ স্বপ্নগুলো আবার ভিড় জমায় নক্ষত্রের আলোয়।
০১ জুলাই ২০২৪