বসন্তের অপেক্ষা

       ____মিজানুর রহমান আরিয়ান


দেখো, শহরজুড়ে লাল ফুল ফুটেছে!
— ওরা কি জানে, এই রং শুধু আনন্দের নয়?

— কেমন করে জানবে? বসন্ত তো উচ্ছ্বাসের নাম।
— কিন্তু আমার হৃদয়ের গভীরে এ রঙ শুধু ক্ষতচিহ্নের গল্প।


— ফুল ঝরে, বসন্ত আসে যায়, জীবন তো তবু চলে!
— কিন্তু কিছু চলে যায়, আর ফিরে আসে না...

— তবু কি নতুন কুঁড়ির প্রতীক্ষা থামে?
— প্রতীক্ষা থামে না, কিন্তু কিছু পথশিশুর মতো—
কেউ কেউ ফেরা ভুলে যায়...

— তাহলে?
— তাহলে এই লাল শুধু ফুলের নয়,
এ লাল বুকের গোপন আগুনও বটে...


— তাহলে কি বসন্তকে দোষ দেবে?
— না, বসন্তের কোনো দোষ নেই,
দোষ কেবল সেই পথের, যেখানে কেউ আর ফিরে আসে না...

— তবু কি অপেক্ষা থাকবে?
— অপেক্ষা কখনো মরে না,
ঠিক যেমন বসন্ত ফিরে আসে, তেমন কেউ কেউ আর আসে না…