বছর গুলো হাঁটি হাঁটি পা’য়,
শতক হারায় শতকের হাত ধরে,
পথিকরাও সব এগিয়ে চলে যায়,
পথের মায়ার বাঁধনে না পড়ে।
ইচ্ছে করে, না হয় মনের ভুলে,
ফেলেছিলাম যা কিছু হুড়োতাড়া,
একে একে সব নিয়েছি তুলে,
বাদ যায়নি কিছুই, স্মৃতিটুকু ছাড়া-
* * * * * * * *
অভিমানী সেই স্মৃতিসব-
ডেকে যায় আজও হাত নেড়ে,
সেখানেই দাঁড়িয়ে আছিস তুই-
যেখানে এসেছিলাম ছেড়ে।