কিছু শব্দ স্মৃতির পাতায়, কিছু গেছে হারিয়ে-
তবু-
ভাবনাগুলো আজও জোটে,
দিশাহারা মন আজও ছোটে,
সময় যতই দিক না দেওয়াল, যাক না এসে দাঁড়িয়ে-
মার্বেলগুলো আজও তোলা,
পাক খেয়ে যায় নাগরদোলা,
চল্ না তবে মেঠো পথটা এক ছুটে যাই পেরিয়ে-
আজও দেখি সমান রাঙা,
ডান্ডা-গুলি, কুমীর-ডাঙ্গা,
লাটাই হাতে আয়্ না সাথে, আকাশটা যাব ছাড়িয়ে-
ভেঁপুগুলো আজও বাজে,
আতসবাজির আলোয় সাজে,
নৌকাগুলো খেয়াল স্রোতে পাল তুলে দিই ভাসিয়ে-
বয়সটা তো সংখ্যা যেন,
কিসের তবে লজ্জা হেন,
আলোর রাতি টুকরো স্মৃতি সুরভি দিক ছড়িয়ে-
কিছু শব্দ স্মৃতির পাতায়, কিছু গেছে হারিয়ে-