একটা নতুন জামা পরতে বলেছিলে
        সবার একটা নতুন জামা থাকে,
পোড়া সূর্যের রঙের হবে হয়তো
        শোনার আগেই বুলেট বিঁধলো বুকে-

বেঁচে গেছি-
তবু ক্ষতটা আজও রয়েছে বেঁচে,
রাস্তার পাশে রক্তের লাল দাগটা
        এক পশলা অশ্রুতে গেছে মুছে-

কাকে আমি সমর্থন করি জানি না
        শুধু জানি মৃত্যুটাকে নয়,
হাসপাতালে কুঁকড়ে ওঠা যন্ত্রণা
        আজও আমি সমান করি ভয়-

তারপর একটা হানাহানি-
কালো পতাকা, বিদ্রোহ,
ভাইয়ের হাতে ভাইয়ের বুকের রক্ত
        হাসপাতালের মর্গে সাজানো দেহ-

কালের নিয়মে সবকিছু গেছে থেমে
ফাগুনের গানে নতুন শোভা বনের,
আমাদের এখন লাল জামা-
নতুন!
কিন্তু, রক্তের না রং-এর?