যমুনার তীরে         এ মধুর সুরে
        কে যায় বাজায়ে বাঁশি,
শুনি এই গান         যেন অবসান
        চাহিবার দিবানিশি।
সেই সুর মাঝে       মন নেই কাজে
        কেবা দিয়ে যায় সাড়া,
পুলকিত তায়        মরি হায় হায়
        তারে দিতে চায় ধরা।
ওই নামে আজ      ভুলি সব লাজ
        উথলিয়া বানভাসি,
এ অঙ্গ ব্যাকুল      ভাঙিছে দুকূল
        কি পরশে অভিলাষী।
একবার দেখি       তাতে নহে সুখী
        চায় তারে বারে বারে,
জনম ধরিয়া        রাখিব বাঁধিয়া
        দোঁহের মাঝে দোঁহারে।।


(বিঃ দ্রঃ - যার অসীম মুগ্ধতা এবং অপার ভালোলাগা আমাকে আর একটি পদাবলী রচনা করতে অনুপ্রাণিত করেছে আসরের সেই প্রিয়কবি জে আর এ্যাগ্নেস-কে আমার রচিত এই পদাবলীটি উৎসর্গ করলাম)