আজিকে আবার মুখোমুখি তার
বাঁধি রাখি প্রাণ পাশ,
যত করি বার মিনতি তোমার
মেটে নাকো তবু আশ।
সমাজ কি কয় তাতে নাহি ভয়
তোমাতে সঁপেছি প্রাণ,
মনের দুয়ারে আসি বারে বারে
এ হৃদয় আনচান।
কোন সে আবেশে বসি তার পাশে
মধুর সে আলাপনা,
নীল সীমানায় ঘন বরিষায়
মেঘের এ আনাগোনা।
অবুঝ আমারে বাঁধি বাহুডোরে
তব ভালোবাসা যতো,
তোমারি সে দান করি প্রতিদান
ফিরায়ে দিয়াছি ততো।।