রামধনু রঙ আঁচলা ভরে,
আমায় আবার নতুন করে,
একলা তুলির আলতো একটু ছোঁয়ায়,
ইচ্ছেমত রাঙিয়ে দিও আমায়,
মনের কোণে যেমন খুশি সাজিয়ে আমায় রেখো,
শুধু যখন বৃষ্টি হবো আড়াল কোরো নাকো।
ঘুম ভাঙানো সে কাকভোরে,
পথ হারানো সে পথ ধরে,
একলা পথের শান্ত নিবিড় ছায়ায়,
ইচ্ছেমত ভরিয়ে দিও আমায়,
যেমন খুশি মনের মাঝে লুকিয়ে আমায় রেখো,
শুধু মনের ঘরে করলে চুরি শাস্তি দিও নাকো।
বৃষ্টি আকাশ মুঠোয় ধরে,
হঠাৎ আবার একলা ঘরে,
মেঘলা দিনের অবাধ্য অঝোর ধারায়,
ইচ্ছেমত ভিজিয়ে দিও আমায়,
আমার হাতে ঐ হাতখানি যেমন খুশি রেখো,
শুধু ভালোবেসে পড়লে ধরা ফিরিয়ে দিও নাকো।।