অনেকটা সময় রেখেছি আজ হাতে-
আজ একটু স্মৃতির মালা গাঁথবো,
হঠাৎ করে প্রথম দেখার দিনটা
আজ আমি আরও একবার ভাববো।
সময়কে রেখে সময়ের কাছে বন্ধ
আরও একবার হাঁটব তোমার সাথে,
হারিয়ে যাবে তাইতো ভয়ে আজও
তোমার হাত রাখবো আমার হাতে।
সূর্যের তাপ অনেকটা আজ বেড়েছে,
সবাই আজ ভীতরের ঘরে বন্দি,
হারিয়ে যাবো হারানো পথের বাঁকে
একলা বসে আঁটছি তারই ফন্দি।
সেই নিরালার পথের ধারের গাছটা
তার তলায় আজও বসবো একবার,
তোমার চোখে আটকে রেখে চোখটা
বাসনা শুধু আমার দৃষ্টি খুঁজবার।
কথায় কথায় অনেকটা পথ দুজনে
তবু কথা শেষ হলো কি না জানি না,
বকে চলেছি বকে চলার আনন্দে,
বেনিয়মের মাঝে নিয়ম আজ মানি না।
আজ দুপুরটা ঝগড়া করেই কাটাবো
সবশেষে দেখো হারবোই আজ আমি,
হঠাৎ ঝড়ে ঝরাপাতা পড়ে পথে,
ঝরাসময় আজ সোনার চেয়েও দামি।
সবার ভীরে একা অভিমন্যু আমি,
বাইরে বৃষ্টি সমান তালে ঝরছে,
জানলার কাঁচে বৃষ্টির ফোঁটাগুলো
স্মৃতির পাত্র হাসি-কান্নায় ভরছে।
কেমন আছো সেই তুমি আজকে?
তোমার কথা সময় নিয়ে ভাবলাম,
অনেকটা পথ পেরিয়ে এসে আমি
পুরানো পথে আজ একবার হাঁটলাম।।