হোক না নীরব একাকী দুপুর,
প্রেমের কবিতা থাক না পড়ে,
নিঃশ্বাস ফেলুক উদাসী বাতাস,
না বাজাক বাঁশি রাখাল দূরে,
তবু নির্জন সুরের মাঝে,
স্বপ্ন থাকবে আমার কাছে।
না বাজুক তব হৃদয়বীণা,
তানপুরাটা না পাক ভাষা,
না লাগুক মনে গোধূলি আলো,
না থাকুক মনে সুরের নেশা,
তবু তোমারি নুপুরের তানে,
স্বপ্ন জাগবে মাতাল মনে।
না বলুক কথা অমোঘ নিশা,
না থাকো তুমি আমার পাশে,
না দিক দোলা হৃদয় তব,
না কাটুক রাত তব আবেশে,
এখনো বাড়াই হাতটি হাতে,
স্বপ্ন বিক্রি মায়াবি রাতে।
যাক না হারিয়ে রূপালি ভোর,
যাক না শুকিয়ে শিশিরকণা,
হোক না মলিন মধুর স্মৃতি,
সুরেলা কাকলি না যাক শোনা,
তবু চাঁদনি আলোর কাছে,
এখনো স্বপ্ন বেঁচে আছে।।