পাথরের কানে রেখেছি ভাষা
আশা তবু দেবে সাড়া,
দিন শেষ হয় রাতের ছায়ায়
হৃদয়ের কড়া নাড়া,
ঝাপসা চোখে আবছা সময়
খুঁজে ফিরি বারে বারে,
ফিরে দেখা দিন বিবর্ণ বিকেল
চেনা গন্ধ অন্ধকারে,
নীল রংটা প্রিয় যেমন
আজও তেমনি আছে,
কুরে কুরে খাওয়া কীট-পতঙ্গ
স্নায়ু মজ্জা মাঝে,
কন্ঠে ধরেছি বিষের আশীষ
অমৃত দিয়েছি বিলায়ে,
কবে যে আগুন ফাগুন হবে
গরমিল দেব মিলায়ে,
পেটের জ্বালা মেটেনি এখনো
পেটোয় হবে সে শান্ত,
বারুদ বুকে সময় ছোটে
দিশাহারা উদভ্রান্ত,
মুখোমুখি আমি কালবৈশাখী
কত সময় যে গেছে বয়ে,
রয়েছো মূর্ত সম্মুখে তুমি
আমার চেতনা হয়ে।।