জোট হল ভোট হল চোট হল
মার খেয়ে ঠোঁট গেল ফুলে
"ফুলে ফুলে ঢোলে ঢোলে"
ধমনীতে ধমকানি চলে
ছেলের লাশ মায়ের কোলে
বন্ধুর চালে আগুন জ্বলে
শুধু পাগলে নয়, মাতালেও কী না বলে!
মাতাল হতে মদ লাগে? কী বলে!
যোগ হল ভাগ হল
মোট হল--ভোট হল।
আর কিছুই হবেনা!
কে বলল?
নেতাদের ব্যঙ্ক বাড়লো।
কে হিন্দু? কে মুসলিম?
জানিনা, সব ঘোড়ার ডিম
অধর্ম হল, রক্ত হল
ভোট হল, ভোট গেল, ভোট এল!