সব জায়গায় ভোর হয়
ভোরগুলো সব আলাদা।
শীতল-প্রেম,খুক খুক
পুরনো দেবতা ভাগ্ চুপ!

যদি মাটির হয়ে যাই
তবে পারবেনা মাটিয় মেশাতে।
জাগ্রত-ঘুম,চুক চুক
পুরনো দেবতা ভাগ্ চুপ!

জিজ্ঞাসা চিহ্নের কাস্তে কেটে
ফুলস্টপ রাখি,থাক প্রশ্ন।
ঘুমপরী ঘুমুক ঘুমুক
পুরনো দেবতা ভাগ্ চুপ!

নতুন রাজ‍্য থাকিস ভালো
তোর দুঃখ ঘুচাক পক্ষীরাজ।
ভাঙাচোরা বুক,ধুক ধুক
পুরনো দেবতা ভাগ্ চুপ!

মৃত যুদ্ধক্ষেত্র,ফোলা চোখ
অধ‍্যায় বাতিলে থাকবো বেশ।
আয়না বললো "থুক থুক"
নিজেকে বললাম ভাগ্ চুপ!