তুমি বলিলে,
যার মনে ভরা বর্ষা চলছে
সে কি কেবল এক কেষ্ট ঠাকুরের পালক হইয়া খুশি হয়?
তার যে এখন পেখম মেলিবার সময়!
কিন্তু জানো,ময়ূর এভাবে ভাবে না।
ময়ূরের পালক শ্রীকৃষ্ণ স্হান দিয়েছেন মুকুটে
অনন্য ভালোবাসা ও সম্মানের সহিত উঁচুতে,
বাকিরাতো তার পালক ছিঁড়ে নিতে চায় শুধু!
ময়ূর এটা বেশ বোঝে!
তাই তার এই পেখম মেলাও তো সেই এক কৃষ্ণঠাকুরের জন্য!
তুমি বলিলে,
কোকিল কি কেবল একটা বসন্তেই ডাকে?
আমি সাড়া করিনি,
কোকিল তোমার মতো করে তো আর ভাবে না,
আমি যে জানি কোকিলের কথা
কেবল এক বসন্তের জন্য মাসের পর মাস তার বিরহ-দহন ব্যথা
এত এত ঋতুর প্রেম প্রত্যাখান করেছে কোকিল!
যাদের চরিত্র ঢিলে তারা এসব বুঝবেনা।
যারা মাংস দেখে তারা মানুষটাকে দেখতে পায় না।।