একটা গোলাপ তারে দেব
সেই খালপাড়ের মেয়েটিকে
যার শ্রাবণনামা নিটোল দেহে
গজিয়ে উঠেছিল সভ্য নর্দমার ঘাস
আর একটা গোলাপ তারে দেব
ওই ঘোমটাঢাকা লাজুক নববধূকে
যার পিঠে কালসিটে পড়েছে মেয়ের জন্ম দেওয়ার অপরাধে
ওই কালসিটেগুলোয় একটু আদর এঁকে দেব
একটা গোলাপ তারে দেব
গোলপার্কের মোড়ের সেই পাগলী কৃষ্ণকলিটাকে
যে সভ্যতার নগ্নতাকে পেটে ধরেছে
অজান্তেই তার ক্ষুধার্ত শুকনো পেট বড়ো হয়েছে আজ
আর একটা গোলাপ তারে দেব
সেই মায়াবী চুলের কাজলকালো চোখ মেয়েটিকে
যার টোলপড়া মিষ্টি দুইগাল আজ অ্যাসিড আক্রান্ত
সেই প্রিয় দুইগাল আজ সভ্যতাকে হলুদ কার্ড দেখায়
আরো গোলাপ আছে
যার একটা দেব ওই ঝুপড়ির বোকা বনলতাকে
যাকে চাকরির লোভ দেখিয়ে বেচে দেয় কয়েকটা নরপশু
দমহীন দামি সভ্যতা দাম নিয়ে বেচা গেছে
প্রেমা,তুমি কি অভিমান করিয়াছো,
তোমারে একটাও গোলাপ দিইনি বলে?
রাগ করো না প্লিজ,
মিষ্টি একটা চুমু তোমার জন্য, আর হ্যাঁ---
সমস্ত গোলাপ আমি তোমার হাতে করেই দেব
কারণ তুমিই তো আমি,আমিই তো তুমি
আমরা দু'জন কি আলাদা??