যে তোমায় হৃদয়ে স্থান দিয়েছে
তাকে "ভালোবাসি" বলতে হয় না,
তাকে শুধু বলতে হয় "পাগলী"!
দেখা করে গোলাপ দিতে হয় না
শুধু বলতে হয় "কেমন ছিলি?"
ঘন্টাব্যাপী ভিডিও কল করতে হয় না
আদর করে বলতে হয় "খেয়ে নিও"
মাঝরাস্তায় লোকদেখানো চুমু নয়
তড়িঘড়ি রাস্তা পেরোলে বকে দিও
কুকুরের মতো পার্কে নগ্ন হতে হয় না
মুগ্ধ হতে হয় তার সুন্দর কানের দেখে
হাজারটা গিফ্ট দিতে হয় না
"ফুচকা খাবে?" শুধোও হাতে হাত রেখে...
আপন বুকটাকে তার বালিশ করতে হয়
তার নেলপলিশে তার ঠোঁটপালিশে
তার কাজলে তার সুগন্ধে মিলে যেতে হয়।
হিরো হতে হয় না, জাস্ট তার হতে হয়
তার চোখের জলে কাঁধ দিতে হয়।।