তিল তিল গড়া তিলে হয় শেষ
তিল তাল হয় তালগোল পাকে
ইঁচড়েতে পেকে আঁচড় দাও না আর
হয়তো হয়ে গেছে শেষ দেখা শেষ বার।
বসন্তের অন্তে বুকে ব্যথা,ব্যর্থ মাথা
গোলাপের গোলামের গোপন গোলকধাঁধায় সায়!
ধাঁধায় কাঁদায়,কাঁদে,কাদা লোনাজলে
হাই তোলা ভোর হয়ে যায় হায় হায়!
খোলা মেলা নাকি খেলা,ঝামেলা হল
ভোর হল আর দোর খোলেনি খোলামেলা
বিষাক্ত বাতাস,তাসের ঘরে চাপা পড়া শ্বাস
দিন শেষ,মন নেই তবু গাল বেয়ে গেলা।
দিনের শেষ শেষের দিন খোঁজে
খোঁজখবর চক্ষু বুজে বলে বুঝলি পাগল
গল গল করে রাঙামাটি রাঙে
রাঙা ভোরও কাঁদে,মাথায় ঢালো জল।
ঠিক হোক নাই হোক যাই হোক
ছাই হলে হয় হোক,জোঁক কেন শুঁষবে?
ওঠো জাগো ভাগো,ভাগো ইহাসে হেসে
একদিন নিশ্চিত "ভাল্লাগে না" ভালো হবে।।