হে বঙ্গভঙ্গের একতা
হে জালিয়ানওয়ালাবাগের চিতা
হে নবভারতের নতুন গীতা
তোমায় মাপার মতো নেইকো ফিতা
তুমি আত্মার মিতা, বিশ্বের মিতা
তুমি অন্তরে অন্তর জাগৃতা
তুমি নারী, তুমি নর
তুমি বাল্মীকি-ব্যাস-ঈশ্বর
তুমি মহাকাশ, তুমি শ্যামলিমা, তুমি বিশ্বচরাচর
তুমি সৃষ্টিকর্তার শ্রীকর।
তুমি প্রভাতের রবি-কিরণ
প্রেম ভালোবাসা গান প্রাণ মন
গৃহিনীর হেঁসেল, অঘ্রান-অঙ্গন
বেদ-বেদান্তের গুপ্তধন
আবার বেদনায় আপনার জন!
তুমি বঞ্চিতের শেষ হুতাশ
তুমিই "একলা চলো" বিশ্বাস
তুমি হলদেপাতা ছেঁড়া বাতাস
তুমি সংস্কৃতির শ্বাসপ্রশ্বাস
পদ্মার পাল, শরতের কাশ
তুমি ছয় ঋতু বারো মাস।
তুমি জীবনের শেষ সীমা
তুমি জীবনের জীবন বীমা
তুমি আলফা-বিটা-গামা--
অন্যায় সহ্যের নেই ক্ষমা।
তুমি গন্ডিভাঙা নোবেল
তুমি জাতীয়সঙ্গীত মেল
তুমি গর্বের ডাম্বেল;
তুমি ত্রিনেত্র, ত্রিকালজ্ঞ
তুমি বাঙালির অশ্বমেধ যজ্ঞ
তোমারে জানাই শতকোটি প্রণাম
ফিরে এসো, ফিরে এসো সৌভাগ্য।।